রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ শহীদ পরিবারের সম্মাননার আয়োজনের মধ্য দিয়ে জুলাই বিপ্লব বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
৩ আগষ্ট (রবিবার) বিকালে লাকসাম সুরক্ষা সিটির উদ্যোগে লাকসাম উপজেলা আওতাধীন ৫ টি স্কুলের ২হাজার ১০০ জন শিক্ষার্থী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
জুলাই এর শহিদ পরিবারের সম্মাননা হিসেবে ১০ হাজার টাকা করে তুলে দেয়া হয় লাকসাম পৌরসভাস্থ পশ্চিমগাঁও গ্রামের কাজীপাড়া’র আব্দুর রহমান জিসান, মনোহরগঞ্জস্থ সাতঘর ইছাপুরার মোঃ ইউসুফ ও একই উপজেলার তালতলা গ্রামের মনির হোসেন এর পরিবারকে।
অনুষ্ঠানে অংশ নেয়া স্কুলগুলোর মধ্যে মোট ৬০ জন চিত্রাংকন এবং ৬০ জন রচনা প্রতিযোগিতায় অংশ নিলে, চিত্রাংকনে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে নবার ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের মুস্তাবিনা নুসাইবা(১ম), মোসাঃ ফারজানা আক্তার(২য়), এবং আসমা রিফাত অরিন(৩য়)। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহিয়াত সাবরিন সাবা, এ.মালেক ইন্সটিটিউট এর ওয়াসিফা কবির এবং ৩য় হয় লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জারিন তাসনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. বদিউল আলম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আবু বকর জাহিদ, সুরক্ষা হাসপাতালের নির্বাহী পরিচালক হাফেজ শাহ আলম মজুমদার, আব্দুল মালেক হিরণ প্রমুখ।
লাকসামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ-জুলাই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময়,প্রধান অতিথি বলেন, জুলাই থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে হবে এবং তা শুরু করতে হবে পরিবার থেকেই।
উক্ত,অনুষ্ঠানে সহযোগিতায় করেন, প্রবাসী পল্লী, সওয়াব ফাউন্ডেশন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।