Shopping cart

গলা টিপে হত্যা করা হয় কুবি শিক্ষার্থী সুমাইয়াকে: পুলিশ সুপার

সেপ্টেম্বর ৯, ২০২৫

গলা টিপে হত্যা করা হয় কুবি শিক্ষার্থী সুমাইয়াকে: পুলিশ সুপার।

গলা টিপে হত্যা করা হয় কুবি শিক্ষার্থী সুমাইয়াকে: পুলিশ সুপার।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে গলা টিপে এবং তাঁর মা তাহমিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। হত্যাকারীর নাম মোবারক হোসেন (২৯)। পেশায় তিনি একজন কবিরাজ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়। তবে হত্যার কারণ এখনো সাংবাদিকদের জানানো হয়নি৷

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, গত ৭ সেপ্টেম্বর কবিরাজ মোবারক প্রায় তিন ঘণ্টা যাবত পানি পড়া এবং ঝাড়ফুঁকের মাধ্যমে সুমাইয়া এবং তার মাকে অজ্ঞান করে। পরবর্তীতে আনুমানিক দুপুর ২.৩০টায় তাদেরকে গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই কবিরাজ নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন।

কবিরাজ মোবারককে দূর্গাপুর থেকে আটক করে পুলিশ। তার কাছ থেকে পানি পড়া, ব্যাগ, জামা কাপড় উদ্ধার করা হয়। নিয়মিত যাতায়াত করার কারণে সুমাইয়ার পরিবারের সাথে মোবারকের সখ্যতা তৈরি হয়।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *