Shopping cart

  • Home
  • ধর্ম
  • ইসলাম
  • লাকসামে যুব সমাজের উদ্যোগে খতমে ইউনুছ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাকসামে যুব সমাজের উদ্যোগে খতমে ইউনুছ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৬, ২০২৫

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা  প্রতিনিধি: কুমিল্লার লাকসাম শহরের ৫ নং  ওয়ার্ড রাজঘাট উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে খতমে ইউনুছ দোয়া,  মিলাদ, মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার রাজঘাট উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে খতমে ইউনুছ, দোয়া ও মুনাজাত পরিচালনা  করেন গাজীমুড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ,ন,ম তাজুল ইসলাম।

মিলাদ পরিচালনা করেন: অধ্যাপক মাওলানা নুরুল আফসার ফারুকী।

খতমে ইউনুছ, দোয়া মিলাদ ও মুনাজাতে এসময়  উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন –  মোঃ আবুল কাশেম আবেদী,  ডা. বিল্লাল হোসেন,  আবদুল ওয়াদুদ,  ডা. আজাদ  হোসেন, আবদুল হক,মুহাম্মদ জহিরুল ইসলাম,  আবুল কালাম,  মোঃ কামাল হোসেন,  শামছুল আরেফীন বেলালসহ পীর, মাশায়েকবৃদ উপস্থিত ছিলেন।

এলাকার কবরবাসীর রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *