ডেস্ক নিউজ: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পতনের ভিত্তিতে জ্বালানি মন্ত্রণালয় একটি নোটিশ জারি করে। বুধবার (৩১ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় এ নোটিশ জারি করা হয়।
অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য ১০৫ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে শূণ্য দশমিক ৫০ টাকা হ্রাস করে ১০৫ টাকা ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা হতে শূণ্য দশমিক ৫০ টাকা হ্রাস করে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও অকটেন 125 টাকা ও পেট্রোল 121 টাকায় অপরিবর্তিত রয়েছে, যা আগামী কাল শুক্রবার থেকে কার্যকর হবে।