নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে ক্রীড়ার কোন বিকল্প এ লক্ষ্যে ফুটবল ট্রফি অনুষ্ঠিত দীর্ঘ দেড়যুগ পর কালারমারছড়া খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৪টার সময় তরুণ সমাজ সেবক ও সাংবাদিক হোবাইব সজীবের পৃষ্ঠাপোষকতায় কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন.. মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবদীন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান, শহীদ তানভীর সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান মাতব্বর, শহীদ তানভীর সিদ্দিকী’র পিতা বাদশা, মহেশখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাজান বখতিয়ার, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী।
উদ্বোধনী ম্যাচে কালামারছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাকি বিল্লাহ’র সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন.. টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলী আকবর বেলায়াতী, সাধারণ সম্পাদক জাহেদুল করিম হিরণ, টুনামেন্ট কমিটির ক্রীড়া সম্পাদক শামসু আলম রনি, টুনামেন্ট কমিটির মাস্টার জসিম উদ্দিন, মাস্টার জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন সাঈদী, সাবেক ফুটবলার লিয়াকত আলী প্রিন্স, তরুণ ফুটবলার মতিউর রহমান মুন্না, শামসু আলম পিংকি, জুয়েল’সহ টুনামেন্ট কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে কালারমারছড়া নয়াপাড়া লাইন্স ক্লাব বনাম মহেশখালী ফুটবল ক্লাবের মধ্যে খেলায় ৩ গোলে নয়াপাড়া লাইন্স ক্লাব জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত হয়।