জবি প্রতিনিধি: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আকাশ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী নিবাস ফরিদপুর জেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গেন্ডারিয়া থানা এলাকায় নিজ বাসস্থানে এই ঘটনা ঘটে। আকাশকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানায়, ”আমরা রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে আকাশকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নেমে আসে শোকের ছায়া । নাট্যকলা বিভাগের সহপাঠীদের ভাষ্যমতে আকাশ ছিলেন একজন মেধাবী ও সংস্কৃতিমনা তরুণ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আকাশের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।



