Shopping cart

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

আগস্ট ১৫, ২০২৫

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন।

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও সদ্য কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী সভাপতি সুবর্ণ আসসাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজের সঞ্চালনায় শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি অধ্যাপক ড মো রইস উদ্দিন, অধ্যাপক বিলাল হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরল এক ঐক্য বিরাজমান, যা বিশ্ববিদ্যালয়কে অনন্য করে তোলে। গুচ্ছ থেকে বের হয়ে দ্রুত ভর্তি সম্পন্ন করে সবার আগে ক্লাস শুরু করাটাও জবির একটি অনন্য দিক। সাংবাদিকদের প্রধান ভূমিকা হলো বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য পরিবেশন, যা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনেও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও আমরা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যা আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমান-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ।

আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও নেতৃবৃন্দে ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও ছিলেন জবি প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক।

গত ৮ আগস্ট অনুষ্ঠিত জবি প্রেসক্লাবের নির্বাচনে মো. মেহেদী হাসান সভাপতি ও ইউছুব ওসমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবু সুফিয়ান শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাতেমা আলী, অর্থ সম্পাদক পদে সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. লিমন ইসলাম ও জুনায়েদ মাসুদ নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *