জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)তে ২০ জুলাই (রবিবার) শহিদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে আয়োজিত শিক্ষক সমিতির এমফিল, পিএইচডি ও বিদেশি মাস্টার্স ডিগ্রি অর্জনকারী এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষককে বৃক্ষ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো রেজাউল করিম, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড সাবিনা শরমিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিনের নানা সংকট ও চ্যালেঞ্জ পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সবসময়ই শিক্ষক ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের নানামুখী বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষক সমিতির সহযোগিতায় প্রশাসন ধারাবাহিভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষকদের গবেষণামুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং একইসাথে একাডেমিক কার্যক্রম যেন সময়মতো সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. ইমরানুল হক।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব বার্তা হিসেবে প্রতিটি সংবর্ধিত শিক্ষককে একটি করে বৃক্ষচারা উপহার দেওয়া হয়।