Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মহেশখালীতে সদ্য প্রয়াত অধ্যক্ষ জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

মহেশখালীতে সদ্য প্রয়াত অধ্যক্ষ জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

মার্চ ৪, ২০২৫

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জসিম উদ্দিনের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোমবার, ৩ ই মার্চ বিকালে হোয়ানক টাইম বাজার মাঠে এ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে কক্সবাজার ডিসি কলেজের শিক্ষক অধ্যাপক মোঃ উদ্দিনের সভাপতিত্বে উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাবেক সংসদ আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, কালারমার ছড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল কাদের বাবুল, এড.হামিদুল হক, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহেদ মান্নান, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত দক্ষ মকছুদ আহমেদ, হোয়ানক কলেজের অধ্যক্ষ সরওয়ার কামাল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, অধ্যাপক এহেসান আলি, বিএনপি নেতা, আকতার কামাল চৌধুরী, মোস্তাক আহমদ,গিয়াস উদ্দিন বাবুল, আহমদ উল্লাহ রায়হান ও কফিল উদ্দিন।

বক্তারা বলেন, প্রয়াত অধ্যাপক জসিম উদ্দিন ছিলেন একজন অত্যন্ত সজন সদালাফি ও জ্ঞানগর্ভা আদর্শবান শিক্ষক। তার আকস্মিক মৃত্যুতে মহেশখালী কলেজ তথা পুরো উপজেলা বাসি একজন আলোকিত মানুষকে হারালো। লেখ অধ্যাপক জসিম উদ্দিন মহেশখালী কলেজে অর্থনীতি বিভাগে দীর্ঘ ২৮ বছর অধ্যাপনা করেন। গত ১৮ ফেব্রুয়ারি তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *