Shopping cart

মাধবপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ

মার্চ ১, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১ মার্চ ) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামী। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা গেইটে এসে মিছিলটি সমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে আমির মাওঃ আলাউদ্দিন ভুইয়া, নায়েবে আমির মাওঃ আবুল হাসিম, সেক্রেটারী মাওঃ শরীফ উদ্দিন মাসুম,সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভুইয়া, পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারী আব্দুস সামাদ মানিক, ছাত্রশিবির সভাপতি- আব্দুর রাকিব রানা প্রমূখ।

এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *