সুনামগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী কলাউড়া আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গন- ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কলাউড়া সরকারি প্রাঃবিদ্যাঃ মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপধাক্ষ্য মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন।
এসময় মাও সিরাজুল ইসলাম, মাও খলিলুর রহমান,ইউপি সদস্য মোশাররফ হোসাইন, শফিউল্লাহ, আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।