মোঃ ইমরানুল হাসান শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক প্রিন্সিপাল আব্দুল কবির, প্রস্তাবকারী মোহাম্মদ কবীর উদ্দিন, সমর্থনকারী কাজী নুরুল হক, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালিদ।
এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে এডভোকেট ইয়াসীন খান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,“ন্যায়বিচার, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন,“একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। নির্বাচন কমিশন সেই পরিবেশ নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী।”



