Shopping cart

জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফল, দ্রুত সুস্থতার আশা

আগস্ট ২, ২০২৫

বিদেশে না গিয়েই দেশে সফল সার্জারি করালেন জামায়াত আমির।

বিদেশে না গিয়েই দেশে সফল সার্জারি করালেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার শেষ হয়।

অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির জানান, এদিন সকাল ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা আশা করছেন, সাত দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। দ্রুত তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের জটিলতা না পাওয়া গেলেও চিকিৎসকেরা ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে আক্রান্ত।

পরে ধারাবাহিক পরীক্ষায় তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে তিনটি গুরুতর এবং দুটি প্রায় ৫০ শতাংশ ব্লক ছিল। এ অবস্থায় মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি দেশের মধ্যেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *