Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দোয়ারাবাজারে জামায়াতের গনমিছিলে মানুষের ঢল

আগস্ট ৭, ২০২৫

দোয়ারাবাজারে জামায়াতের গনমিছিলে মানুষের ঢল।

দোয়ারাবাজারে জামায়াতের গনমিছিলে মানুষের ঢল।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিজয় মিছিল দিয়েছে দোয়ারাবাজার উপজেলা জামায়াত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন’র সঞ্চালনায় বিজয় মিছিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুলস কুদ্দুস, সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা আব্দুস সাত্তার, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকোট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও জাকির হোসাাইন।

 

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা মডেল মসজিদের সামন থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি উপজেলা পরিষদ, দোয়ারাবাজার অফিসার্স ক্লাব,সমাজসেবা কার্যালয়,দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজার পদক্ষিণ করে দেড়টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাও আব্দুস সালাম মাদানী বলেন, দোয়ারাবাজারে জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবসে জামায়াতে ইসলামীর যেমন গণজোয়ার উঠেছে। তেমনি সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনের সর্বস্থরের মানুষজন জামায়াতে ইসলামীর ভোট বিপ্লব গাঠাবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ভোটের দিনে টাকা নিয়ে আসেনা।।দূর্দিনে খাবার ও সহযোগিতা নিয়ে পাশে থাকে। বিগত ৫৪ বছর কতনামে,কত দল, কতইনা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় থেকেছেন, কিন্তু বিনিময়ে লুঠপাট আর অর্থপ্রচার ছাড়া আর কিছু উপহার দেয়নি।

অন্যরা যেখানে নিজেদের পেট বরতে ব্যাস্থ । জামায়াতে ইসলামী সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ২০২২ সালের যে সময়কালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর নির্যাতনের মহোৎসব চলছিলো, ঠিক সেই সময়ে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ও জামায়াতের নেতৃবৃন্দ ত্রান সহযোগিতা নিয়ে কোথাও মোটরসাইকেল, কোথাও আবার পায়ে হেটে ( ছাতক-দোয়ারা) মানুষের পাশে দাঁড়িয়েছে। ঘরে ঘরে এসে খুঁজ খবর নিয়েছেন এবং খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করেছেন।

মাও সালাম মাদানী বলেন,জুলাই-আগস্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আন্দোলনের কাংক্ষিত লক্ষ এখনো অর্জন হয়নি। এখনো তাদের দোসররা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র করছে। তাই এখনই সময় দেশ গড়ার। সুন্দর, ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে পারলে আমাদের আন্দোলনের লক্ষ অর্জিত হবে।

এতে আরও বক্তব্য রাখেন মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমদ, সুরমা ইউনিয়ন সভাপতি ফয়সাল আহমদ প্রমুখ।

এসময় ছাতক উপজেলা জামায়াতের কর্মও শূরা পরিষদের সদস্য মাও একেএম ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন,এসিস্ট্যান্ট সেক্রেটারি হারিছ মিয়া,মাও সিদ্দিকুল ইসলাম, মাও আমজদ হোসেন,আব্দুল আউয়ালসহ উপজেলা জামায়াতে ইসলামী,উপজেলা যুব ফোরাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *