Shopping cart

ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন : জবি উপাচার্য

সেপ্টেম্বর ১৭, ২০২৫

ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন : জবি উপাচার্য।

ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন : জবি উপাচার্য।

জবি প্রতিনিধি: ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু)হতে পারে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম ।

জকসু নির্বাচন সহ  তিন দফা দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  সন্ধ্যায় অনশনে থাকা শিক্ষার্থীদের সাথে দেখা করে এ কথা বলেন উপাচার্য।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে অনশনে বসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে রফিক ভবনের নিচে  অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান বিশ্ববিদ্যালয় উপাচার্য। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে উপাচার্য দ্রুত নির্বাচনের আশ্বাস প্রদান করেন।

উপাচার্য বলেন,জকসু নিয়ে আমরা কাজ করছি।অক্টোবর -নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের তথ্য নেওয়া শুরু হয়ে যাবে।তাছাড়া নির্বাচের আগেও আরও কিছু কাজ থাকে সেগুলো করে ফেলার চেষ্টা থাকবে।

অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, -নভেম্বর ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন করার আশা করা যায়।  আর বিশেষ বৃত্তির বিষয়ে কাজ হচ্ছে, শীঘ্রই শিক্ষার্থীরা বৃত্তি পাবে। লাইব্রেরি তে এসির কাজটিও হবে, যা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে জকসু সহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে  অনশন কর্মসূচি পালন করছে।

তিন দফা দাবিগুলো হলো:

* শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।

* বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

* ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *