Shopping cart

জবি শিক্ষার্থী ধ্রুবর ইসলাম গ্রহণ

মে ২৩, ২০২৫

মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এ আর ধ্রুব ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি নিজের দীর্ঘ আত্মঅনুসন্ধান ও মানসিক সংগ্রামের কথা শেয়ার করেন এবং জানান, তিনি এখন থেকে ইসলাম ধর্ম পালন করবেন।

ধ্রুব জানান, বহুদিন ধরে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন এবং জীবনের নানা সংকটে পড়েছিলেন। সেই সময়গুলোতে তিনি একাধিকবার জীবনের আশা হারিয়ে ফেললেও, প্রতিবারই এক অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে বলে জানান তিনি। সেই অভিজ্ঞতার আলোকে তিনি ধর্ম ও সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রশ্ন করতে শুরু করেন, যার উত্তর তিনি খুঁজে পান ইসলাম ধর্মে।

তিনি বলেন “আমি একসময় বহু দেব-দেবীতে বিশ্বাস করতাম, কিন্তু গভীরভাবে শান্তি খুঁজে পাইনি। কুরআন পড়েই আমি প্রথম সেই প্রশ্নগুলোর জবাব পেয়েছি—কেন জন্মেছি, জীবনের উদ্দেশ্য কী।”

নিজের পরিবার ও পরিচিতজনদের উদ্দেশ্যে পোস্টটিতে ধ্রুব বলেন, “আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য।”

তিনি আরও জানান, ইসলাম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করেছেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানসম্মত অধিকার বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

পোস্টের শেষে ধ্রুব আহবান জানিয়েছেন, “যারা সত্য খুঁজছেন, আমি শুধু বলব—একবার কুরআন পড়ুন খোলা মন নিয়ে। সত্য চাইলে, নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *