জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন্যতম প্রধান ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রার্থনা সভার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনা সভার আয়োজনের দায়িত্বে ছিলেন ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল। তিনি বলেন, “আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি গঠনে কিশোরী লাল রায়ের অবদান অবিস্মরণীয়। তাঁর উদারতা ও শিক্ষানুরাগী মানসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁর এই আত্মত্যাগ চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।”
প্রার্থনা সভায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রয়াত কিশোরী লাল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষার্থীরা বলেন, “কিশোরী লাল রায়ের মহান দান এবং ত্যাগের ফলেই আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই অবস্থানে পৌঁছেছে। তাঁর মতো দানবীররা জাতির ইতিহাসে অমর হয়ে থাকেন।”
উল্লেখ্য, ইতিহাস থেকে জানা যায়, বালিয়াটির জমিদার ও ব্রিটিশ সরকার থেকে রায় উপাধি পাওয়া কিশোরীলাল রায় চৌধুরী ১৮৬৮ সালে তাঁর পিতা জগন্নাথ রায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে জগন্নাথ কলেজ ও পরে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। তাঁর এই অনন্য অবদান শিক্ষাক্ষেত্রে এক গৌরবময় দৃষ্টান্ত।