জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্থান অবকাশ ভবন সংস্কারের দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি সভাপতি রিয়াজুল ইসলাম।
শুক্রবার (১৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘অবকাশ ভবনের দিকে প্রশাসনের নজর দিতে হবে। কোন বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন ভবন সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়।’
তিনি আরোও বলেন, ‘প্রেসক্লাবের সাংবাদিকরা ক্ষমতার মুখোমুখি দাড়িয়েছে। ক্ষমতাকে প্রশ্ন করেছে। তারা অতীতে যেভাবে অন্যায়ের সাথে যে আপোষ করেনি, আগামী কমিটির কাছেও এ প্রত্যাশাই আমরা করি।’