Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

জানুয়ারি ২১, ২০২৬

কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ।

কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৬ এ ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতার ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগ।

অপরদিকে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতার ফাইনালে বাংলা বিভাগ ২-০ সেটে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ছাত্রী বিভাগের ফাইনালে ‘ওম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন বাংলা বিভাগের ইসু। ছাত্র বিভাগের ফাইনালে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন লোক প্রশাসন বিভাগের অমিত। এছাড়া পুরো টুর্নামেন্টে ধারাবাহিক সেরা পারফরমেন্সের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

এতে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *