Shopping cart

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: ৩৬ দেশের কূটনৈতিক প্রচেষ্টা সফল

মে ১০, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

স্টাফ রিপোর্টার: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা)।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, এই যুদ্ধবিরতির পেছনে প্রায় ৩৬টি দেশের কূটনৈতিক প্রচেষ্টা ছিল। তিনি এই দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিশেষ ভূমিকার জন্য আলাদাভাবে সম্মান জানান।

ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে এসেছে, তবে সেটা কখনোই দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে নয়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে ভারতের পক্ষ থেকেও বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা জানানো হয়।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *