মোঃ মিজানুর রহমান নন্দন মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ আজ সকালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন/২৫ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব এম এ কাদের সহকারি কমিশনার (ভুমি)ও সভাপতি অত্র বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আঃ ওয়াদুদ।
উদ্বোধন পরবর্তী সময়ে একজন শিক্ষার্থীকে টাইফয়েডের টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম এবং টিকার উপর বিস্তারিত আলোচনা করে বলেন এ টিকার কোন ব্যাথা বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই।এ ক্যাম্পেইন ১৮ দিন ব্যাপী চলবে। আজ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিকাদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্হানীয় সাংবাদিকবৃন্দ।