Shopping cart

  • Home
  • ফিচার
  • সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন।

সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন।

অক্টোবর ১, ২০২৪

সুনামগঞ্জ সংবাদদাতা:

শিশু কিশোরদের মাসিক পত্রিকা কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধায় জেলা শহরের একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস।

এসময় কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা’র ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,জেলা ফোরামের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলার পরিচালক ফারহান শাহরিয়ার ফাহিম, থানা প্রতিনিধি ইয়াকুব আলী, সুমেল আহমেদ, তাজুল ইসলাম, ইলিয়াস হোসাইন,নুরনবী ও স্কুল পরিচালক সাইফ হাসান এবং স্কুল সহ-পরিচালক নাবিল আহমেদসহ অন্যান্য থানা ও স্কুল প্রতিনিধিবৃন্দ।

সুনামগঞ্জের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” আগামী ১লা নভেম্বর ২০২৪ এ সারা জেলাব্যাপী একযোগে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এতে সুনামগঞ্জ জেলার সকল স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ১ অক্টোবর উদ্ভোধন হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে স্থানীয় রেজিষ্ট্রেশন বুথ ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাধ্যমে।

উল্লেখ্য যে. সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ এই মেধাবৃত্তি পরীক্ষায় প্রতিবছর জেলার প্রতিটি উপজেলা হতে স্কুল -মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে।

সার্বিক যোগাযোগ:

নিউক্লিয়াস কোচিং সেন্টার, উকিলপাড়া সুনামগঞ্জ

০১৩০৩৬৩৫৪৭১,  ০১৩০১২৭৩৪৪৯

অফিস সময়:- বিকাল ৩ টা থেকে সন্ধা ৭ টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *