নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালীতে বৃহত্তর পুটিবিলা ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ শে নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনায় স্কুল মাঠে ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত হয়ে, উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি বিজ্ঞ আইনজীবি এডভোকেট নুরুল আলম, বাংলাদেশ জামায়াত ইসলামী’র মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতি মাস্টার শামীম ইকবাল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের, সাবেক চেয়ারম্যান শামশুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল আলম নিরু, মহেশখালী কলেজের অভিভাবক সদস্য জসিম উদ্দিন, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মন্জু, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল বশর পারভেজ, ২নং ওয়ার্ড পৌর কাউন্সিল আজিম মিয়া, সাবেক পৌর কাউন্সিল আবু জাফর’সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমি নেতৃবৃন্দরা।
আজকে উদ্বোধনী ম্যাচে বড় মহেশখালী ফুটবল একাডেমি বনাম ঘটিভাঙ্গা নুরুল আমিন খোকা একাদশের মধ্যে খেলায় শূন্য গোলে ড্র হওয়ায়, ট্রাইবেকারে ঘটিভাঙ্গা নুরুল আমিন খোকা ফুটবল একাদশ জয়ে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত হয়।