Shopping cart

  • Home
  • বিনোদন
  • নারীকে আটকে রেখে নির্যাতন, গায়ক নোবেল কারাগারে

নারীকে আটকে রেখে নির্যাতন, গায়ক নোবেল কারাগারে

মে ২০, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

স্টাফ রিপোর্টার ঢাকা: নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

এর আগে, দুপুরে ডেমরা থানার পুলিশ নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন জানায়। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, সোমবার দিবাগত রাতে ডেমরা থানা পুলিশ গায়ক নোবেলকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। পরিচয়ের পর থেকে মাঝেমধ্যে তাদের মধ্যে ফোনে যোগাযোগ হতো। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ওই নারীর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে তাকে নিজ বাসায় নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানেই আরও কয়েকজন অজ্ঞাত পরিচয়ের সহযোগীর সহায়তায় ভুক্তভোগীকে আটকে রাখা হয়। এ সময় নোবেল ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলেন, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগীকে ১৯ মে ২০২৫ পর্যন্ত জোরপূর্বক আটক রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালেও প্রতারণার মামলায় নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *