দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে ৩ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং এর সাথে জড়িত একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার এলাকা হতে ৩ টি ড্রেজার মেশিনসহ মো. আলম হোসেন নামে একজনকে আটক করে ভ্রাম্যমান আদালত। আটককৃত আসামী মো.আলম হোসেন লক্ষিপুর ইউনিয়নের এরুয়া খাই গ্রামের সাইদ মিয়া’র পুত্র।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ। এসময় সঙ্গীয় টিম ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকসহ থানা পুলিশের একটি অভিযানিক টিম।
জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার খাসিয়ারা নদীতে নিয়মবহির্ভূত ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় যতই দিন যাচ্ছে ততোই হুমকির মুখে পড়ছে স্থানীয় লিয়াকতগঞ্জ বাংলাবাজার, রাবারড্রাম,চলাচলের সড়কসহ বিভিন্ন স্থাপনা।
এতে স্থানীয়রা মানববন্ধনসহ একাধিকবার বিভিন্ন ভাবে বাঁধা নিষেধ করেও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়নি। যার ফলে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চাপা ক্ষোভ।
স্থানীয়রা দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহকে বিষয়টি অবগত করলে তিনি দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল হতে ৩ টি ড্রেজার মেশিনসহ একজনকে আটক করে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।