Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজার
  • দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার মিশিনে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার মিশিনে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জুন ৩, ২০২৫

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার মিশিনে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার মিশিনে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর পাড় কেটে অবৈধ, বেআইনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচী বাস্তবায়ন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এখানে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বৃহত্তর লক্ষিপুর বাজার, জিরারগাঁও,বক্তারপুর, লক্ষিপুর, ভাঙ্গা পাড়া, মাঠ গাঁও, ইদ্রিসপুর,নোয়াপাড়া,মিরপুরসহ ৮ টি গ্রাম ও দারুল কোরআন মডেল মাদ্রাসা, জিরারগাঁও হাফিজিয়া মাদ্রাসা, আল হিকমা মডেল মাদ্রাসা, ভাঙা পাড়া হাফিজিয়া মাদ্রাসা ৩ টি মাদ্রাসা হুমকির মুখে পড়েছে।

সোমবার(২ জুন) বিকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর তীরবর্তী লিয়াকতগঞ্জ বাংলাবাজারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও, সড়ক বাচাঁও’ এই স্লোগানে খাসিয়ামারা নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

এসময় বক্তারা বলেন,জেলা প্রশাসকের কার্যালয় হতে খাসিয়ামারা নদীর বালু মহলের ইজারা প্রদান করা হয়। ইজারা প্রদানের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূত ভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে ইজারাদার। সরকারি নীতিমালার বাহিরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে খাসিয়ামারা নদীর তীরবর্তী গ্রামগুলোর পাড় কেটে বালু উত্তোলন চলছে বেপরোয়া ভাবে । এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী।

এখানে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকার কৃষি জমি ভাঙ্গনের মুখে।

মানববন্ধনে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,ইজারাবহির্ভূত এলাকা হতে বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা একাধিকবার বাধা নিষেধ করলেও ইজারাদার তা আমলে নেয়নি। উল্টো বাঁধা প্রদানকারীদেরকে মামলা মোকদ্দমা দেওয়াসহ বিভিন্ন ভাবে হয়রানি করার হুমকি দেয়। এবিষয়ে আইনি সহযোগিতা পেতে গত ২৫ মে (রবিবার) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

স্থানীয় কতিপয় স্বার্থন্বেষেী মহলের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার বিতরে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন বক্তারা।

দ্রুত সময়ের মধ্যে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ না করলে এলাকাবাসী জনসাধারনকে নিয়ে বৃহত্তম কঠোর কর্মসূচী ঘোষনা করার হুসিয়ারী দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হারুন অর রশীদ, লিয়াকতগঞ্জ বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ আলম,ইউপি সদস্য ওমর গনি,তাজুল ইসলাম, রাসেল মিয়া,কাউসার আলম,জামাল হোসেন,নাছির উদ্দিন, নুরুল আমিন,নাছির উদ্দিন, কামাল হোসেন,শাহআলম, শফিকুল ইসলাম,আনোয়ার হোসেন,মনির হোসেন,হোসেম আলী,ইব্রাহীম আলী।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিয়মবহির্ভূত। বালু মহাল ইজারা নীতিমালার বাহিরে গিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এলাকা রক্ষার্থে

স্থানীয়দের সহযোগিতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *