মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামে ছাগলের ফসল খাওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫)সন্ধ্যায় এ ঘটনা ঘটে, এলাকাবাসী ও অভিযোগ থেকে জানা যায়,৬ নং ইউনিয়নের পালগাঁও গ্রামের আল মুজাহিদের মরিচ ক্ষেতে প্রতিবেশী ওহিজ উদ্দিন গংদের ছাগল বিকেলে প্রবেশ করে মরিচ ফসল নস্ট করে ফেলে। আল মুজাহিদ ছাগলগুলো বেঁধে নিজ বাড়িতে নিয়ে আসে। এখবর পেয়ে সন্ধ্যায় ওহিজ উদ্দিন (৫৫)ছাগল নিতে আসলে মুজাহিদের সাথে তর্কে জড়িয়ে পড়ে।পরে সে তার ৫ টি ছাগল নিয়ে চলে যায়। কিছুক্ষন পর পালগাঁও গ্রামের ওহিজ উদ্দিন সহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মুজাহিদের বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে শাহ আলম মিয়া (৪০) পিতা মৃতঃ লালচান মিয়া, জেসমিন আক্তার( ৩৫), স্বামীঃ শাহ আলম মিয়া গ্রামঃ মানারকান্দি ও নাছিমা আক্তার ( ১৯) কে আহত করে। আহত শাহ আলম মিয়ার মাথায় ও পিঠে রামদার কোপ রয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে।অন্য দুই জন মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। গুরতর আহত শাহ আলম মিয়া তার শশুর বাড়িতে বেড়াতে গিয়ে শশুর বাড়ীর লোকজন কে রক্ষা করতে গিয়ে স্ত্রীসহ আহত হন।
এব্যাপারে আহত শাহ আলম মিয়া র বোন চায়না আক্তার বাদী হয়ে ওহিজ উদ্দিন সহ ৮ জনের নাম উল্লেখসহ মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।