নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী পৌরসভার চরপাড়ায় আক্কল আলী’র চার পুত্রদের বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ ই নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার চরপাড়া ৯নং ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পৌরসভার চরপাড়া এলাকার মৃত আক্কল আলীর পুত্র মানিক বসতঘরে গ্যাসের চুলায় ডিম বাজতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে তার আপন আরোও তিন ভাই আব্দু শুক্কুর, শাহাব উদ্দিন, আব্দুল গফুরের পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মানিক আগুনে দগ্ধ হয়ে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
আগুনে সব কয়টি শয়ন কক্ষ ও আসবাবপত্র স্কুল সার্টিফিকেট সহ জমিজমার সব ডকুমেন্ট ও আইডি কার্ড পুড়ে ছাই হয়ে গেছে পুড়ে সব মিলিয়ে প্রায় ৭/৮ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিল খাইরুল হোসেন।
মহেশখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রামপ্রসাদ দাস বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে গ্রামের রাস্তা থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়েছে। ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে দগ্ধ মানিক’কে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান যায়।