Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • প্রশাসন
  • দোয়ারাবাজারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বালু উত্তোলনের দায়ে ২৩ জন গ্রেফতার

দোয়ারাবাজারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বালু উত্তোলনের দায়ে ২৩ জন গ্রেফতার

মার্চ ২৪, ২০২৫

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যৌথবাহিনীর অভিযানে ২৩ জন কে গ্রেফতার করা হয়েছে। এসময় বালু উত্তোলনে ব্যবহিত ৪ টি স্টিলবডি নৌকা,৫ টি কাঠের নৌকা,৫ টি ড্রেজার মেশিন, ৮’শত ৫০ ফুট বালু ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

রবিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর এলাকায় সুরমা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন : ১। বিশম্ভপুর উপজেলার বাদেরটেক এলাকার ধন মিয়া’র পুত্র রশিদ মিয়া (২৮),২। ইউনুছ মিয়া’র পুত্র মোঃ আজিজুর রহমান (২২), ৩। সুনামগঞ্জ সদর এলাকার ছাতারপাড় এলাকার মৃত মতি মিয়া’র পুত্র আব্দুল করিম (৩০), ৪। জামালগঞ্জ উপজেলার রাধানগর এলাকার আব্দুল জলিল’র পুত্র  মুমিন মিয়া (২৫), ৫। কনু মিয়া’র পুত্র জুনু মিয়া (২৫), ৬।

বিশম্ভপুর উপজেলার বাদেরটেক এলাকার খুর্শিদ মিয়া’র পুত্র আঃ নুর (২০), ৭। মৃত সফর আলী’র পুত্র আমির আলী (২৫),৮। সুনামগঞ্জ সদরের হারুয়াকান্দা এলাকার মনফর আলী’র পুত্র মোঃ আব্দুল বাতেন (২৮). ৯। বিশম্ভপুর উপজেলার বাদেরটেক এলাকার মতি মিয়া’র পুত্র রাকিব হোসেন (২২),১০। ইসমাইল হোসেন’র পুত্র মোঃ আসাদ মিয়া (২৮),১১। মৃত লাল মিয়া’র পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৩৫), ১২। আঙ্গুর মিয়া’র পুত্র মোঃ জিয়াউর রহমান (২৭), ১৩। বিশম্ভপুর উপজেলার বাদেরটেক এলাকার রহম আলী’র পুত্র মেহেদী হাসান (২৫), ১৪। সুনামগঞ্জ সদরের হারুয়া কান্দা এলাকার মতিউর রহমান’র পুত্র মহিতুর রহমান (২২). ১৫। আমিন মিয়া’র পুত্র মোঃ শাহিন আলম (২৩), ১৬। বিশম্ভপুর উপজেলার রামপুর এলাকার আ: গফুর এর পুত্র মোঃ সাদির হোসেন (২২).১৭। ফুলবাড়ি এলাকার সুরত আলী’র পুত্র ফাহিম আহমদ (২২).১৮। লোকমান হোসেনের পুত্র আশিকনুর (২৪).১৯।বিশম্ভপুর উপজেলার বাদেরটেক এলাকার ওহিদ মিয়া-র পুত্র সুমন মিয়া (১৮).২০। রামপুর গ্রামের রইছ মিয়া’র পুত্র মোঃ আল আমিন (২৫).২১, মৃত ময়না মিয়া’র পুত্র আঃ শহিদ (৫২),২২।

দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের মৃত আলতাব আলী’র পুত্র সবুজ মিয়া (৩৮).২৩। আরব আলী’র পুত্র জানফর আলী (৩৫)।

এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান,এ সংক্রান্তে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *