Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ

নভেম্বর ২০, ২০২৫

সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ।

সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ।

সুনামগঞ্জ প্রতিনিধি: ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মঈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে ট্রাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইজ্ঞিন চালিত নৌকা বিপুল পরিমান অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্কফোসের অভিযানে সুনামগঞ্জের সরকারী ম্যাজিস্ট্রেটমোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী,জেসিও-১০৫২২ এর নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবি”র সদস্য,৪জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অভিযান পরিচালনাকালে একটি মালিক বিহনীন ইজ্ঞিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস অবৈধ ভারতীয় শাড়ি,২০৮ পিস থ্রি পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স আটক করা হয়।

যার বর্তমান সর্বমোট সিজার মূল্যে ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ শত টাকা।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতি জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরচালান প্রতিরোধে আমাদের বিজিবি”র আভিযানীক কার্যক্রম ও গোযেসন্দা নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথে ও অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি পিস এবং কসমেট্রিক্র সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন,সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *