Shopping cart

আইডিয়াস্কেপে উদ্ভাবনী ধারার ঝিলিক

আগস্ট ১৪, ২০২৫

আইডিয়াস্কেপে উদ্ভাবনী ধারার ঝিলিক ।

আইডিয়াস্কেপে উদ্ভাবনী ধারার ঝিলিক ।

মাহফুজ কাউসার ছাদি : লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং IEEE লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী “IEEE IdeaScape — Where Posters Speak and Ideas Flow” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইইই বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথিরা এই মিলনমেলায় অংশ নেন।

সকাল সাড়ে ১১টায় রাগীব আলী ভবনে পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন, যা মূল্যায়ন করেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ইইই বিভাগের প্রভাষক ইশমাম আহমেদ চৌধুরী এবং IEEE কম্পিউটার সোসাইটি LU SB চ্যাপ্টারের উপদেষ্টা মো. জেহাদুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও IEEE-LUSB কাউন্সেলর মো. নিয়াজ মোরশেদুল হকসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ।

দ্বিতীয় পর্বে ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শাহ মাসুদ পারভেজ মামুন গবেষণা সুযোগ ও পোর্টফোলিও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অপর প্রাক্তন শিক্ষার্থী তারেক আনোয়ার শিকদার শিল্পবিপ্লবের ধাপ ও সিলেটের সঙ্গে উন্নত বিশ্বের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদেরকে দক্ষ ও সৃজনশীল করে তুলতে আইডিয়াস্কেপ গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগিব আলীর স্বপ্ন বাস্তবায়নের প্রতিফলন।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া। সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক এ আয়োজনকে বিভাগীয় বন্ধন ও উদ্ভাবনের উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যায়িত করেন। আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার সৈয়দ সালসাবিল আরিয়া সাগত বক্তব্য দেন।

ইইই বিভাগের কানিজ ফাতেমা আহমেদ দীপা ও ফাতিমাহ তাসনিম সামিহা অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্ট্যালিয়ন কনসালটেন্সি দিনব্যাপী এই কর্মসূচি স্পন্সর করে এবং এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রাক্তন শিক্ষার্থী তাফজির জামান উচ্চশিক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *