Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

এপ্রিল ২, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদুল ফিতরের দিন পারিবারিক কলহের জের ধরে আঙ্গুরা (২২) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী নাজমুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) ভোররাতে মাধবপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নাজমুল উপজেলার হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

উপজেলার মীরনগর গ্রামের নিহত আঙ্গুরার পিতা মোহাম্মদ আলীর অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী নাজমুল মিয়া তার মেয়ের ওপর নির্যাতন করত। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার বৈঠক হয়েছে। গত সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকালে আমাদের বাড়িতে ফোন করে নাজমুলের স্বজনরা জানায় আঙ্গুরা অসুস্থ। খবর পেয়ে গিয়ে দেখি, আঙ্গুরাকে খুন করে তার স্বামী নাজমুল মিয়া পালিয়ে গেছে। নাজমুল নেশাগ্রস্ত হয়ে টাকার জন্য প্রায়শই আঙ্গুরাকে মারধর করতো।

গত ৬ বছর আগে আঙ্গুরার বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অত্যাচার-নির্যাতন সহ্য করে আঙ্গুরা শিশু কন্যার ভবিষ্যৎ চিন্তা করে তার সংসার করেছে। কিন্তু নির্মমভাবে তাকে মেরে ফেলবে, আমরা চিন্তা করিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই শাহনুর ইসলাম জানান, আসামি নাজমুলকে আজ বুধবার হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হয়েছে। বিচারকের কাছে তার রিমান্ডের আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *