স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তিনটি কারখানা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি। প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেন।
প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা থাকলেও সরকারি সংস্থাগুলোর সহযোগিতা পেয়ে হানডা তা বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করে। তিনটি কারখানার মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট, যা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত হবে।
হান চুন জানান, বিডা, বেজা ও বেপজার সঙ্গে আলোচনায় বিনিয়োগ বৃদ্ধিতে আস্থা পেয়েছে তাদের প্রতিষ্ঠান। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা যোগ করতে চাই।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে হানডাকে অন্যান্য চীনা বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে জমি ইজারা চুক্তি বুধবার সই হবে। দ্বিতীয় ধাপের প্রক্রিয়া ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতে বিডা, বেজা ও বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হানডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিত ছিলেন।