Shopping cart

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

এপ্রিল ১০, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তিনি শান্তিগঞ্জ থানায় পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি থানার অস্ত্রাগার, থানা পুলিশের মেস ও ব্যারাক ঘুরে দেখেন। তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *