Shopping cart

স্বামীর মৃত্যুর খবর শুনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন স্ত্রীও।

ডিসেম্বর ১৭, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

ডেস্ক নিউজ: সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর খবর জানতে পেরে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহতরা হলেন, কানাইলাল দাস (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাস (৬০)। আজ মঙ্গলবার তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।

নিহতের ভাতিজা অপূর্ব দাস জানান, তার কাকা কানাইলাল দাস আগে থেকেই অসুস্থ ছিলেন। তার হার্টের সমস্যা আছে। চিকিৎসার জন্য সাতক্ষীরা যাওয়ার পথে মির্জাপুর বাজারে পৌঁছালে রাতেই তার মৃত্যু হয়। এই খবর মোবাইলে বাড়িতে জানালে আন্টি স্বরসতী দাশ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

তালা থানার ইনচার্জ ‘শাহিনুর রহমান’ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে ঘটনাটি কেউ থানায় জানায়নি। ঘটনাটি জানার পর তিনি বলেন, এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *