দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এই আয়োজন সম্পন্ন হয়।
এসময় ২০২৪’শে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করে দোয়ারাবাজার উপজেলার ৬ জন বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করেন আহত এই আন্দোলনকারীরা। এদের অনেকের শরিরে এখনো বেশ কয়েকটি গুলি নিয়ে ঘুরতে হচ্ছে বলে জানান তারা। আন্দোলনে আহতের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাদেরকে স্বাস্থ্য কার্ডের আওতাভুক্ত করার উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ৬ জন আহতের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে যাবতীয় তথ্য যাচাইপূর্বক এই কার্ড প্রদান করা হয়।
কার্ড প্রাপ্তরা হলেন,আহত শিক্ষার্থী ১। আবু রায়হান, ২। রেদোয়ান আহমদ ৩। সালেহ আহমদ ৪। নোমানা আহমদ, ৫। আহত যুবক মনির হোসেন,৬। সুহেল আহমদ।