Shopping cart

  • Home
  • সারাদেশ
  • হাওর ও নদী রক্ষা আন্দোলন মান্নারগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন

হাওর ও নদী রক্ষা আন্দোলন মান্নারগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন

অক্টোবর ৪, ২০২৫

হাওর ও নদী রক্ষা আন্দোলন মান্নারগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন।

হাওর ও নদী রক্ষা আন্দোলন মান্নারগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন।

আবু তাহের দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: হাওর ও নদী বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। মাছ, ধান, জলজ উদ্ভিদসহ কৃষি ও জীববৈচিত্র্য সরাসরি হাওরের ওপর নির্ভরশীল। কিন্তু দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলনসহ নানা কারণে এই সম্পদ আজ বিপন্ন। এ বাস্তবতা সামনে রেখে তরুণদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে কাজ এগিয়ে নিতে গঠিত হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা উপজেলা বিভিন্ন শাখা কমিটি।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কাটাখালি বাজার সংলগ্ন মিতালী পাবলিক উচ্চবিদ্যালয়ের হলরুমে এক সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওর ও নদী রক্ষা আন্দোলন দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম নাহিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি আবু তাহের মিসবাহ।

সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহ্বায়ক হুসাইন মুহাম্মদ এমরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহবায়ক মাওলানা হারুন অর রশিদ,সদস্য মোফাজ্জল হাসান, ওমর আলী, সমুজ আলী ও মাসুক মিয়া। বক্তারা বলেন—

“হাওর শুধু পানির ভাণ্ডার নয়, এটি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের অংশ।”

“অবৈধ বালু উত্তোলন ও নদী দখলের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। এ অন্যায় রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

“ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা জরুরি। হাওরকে কেন্দ্র করে টেকসই পর্যটনের সুযোগ আছে, তবে পরিবেশ সংরক্ষণকে সর্বাগ্রে রাখতে হবে।”

সম্মেলনে একটি ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে তরুণদের অংশগ্রহণে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রউফ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন কয়েস আহমেদ ও আজহার উদ্দিন। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মাওলানা আলমগীর হুসেন। তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

অন্যান্য সদস্যরা হলেন— সানুর মিয়া, আশ্রাফ আলী, শফিক উদ্দিন, কামরুল ইসলাম, হাফেজ সজিব আহমেদ, সোহাগ মিয়া, মোস্তফা কামাল, আবু বকর সালমান, মিলাদ মিয়া, রোহান আহমেদ সানী ও হুমায়ুন আহমেদ।

সম্মেলনে কৃষক-শ্রমিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। কমিটি ঘোষণার পর উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম নাহিদ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথে তারা হাওর ও নদী রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখার প্রতিজ্ঞা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে হাওর ও নদী রক্ষার লড়াই আরও শক্তিশালী হলো। পরিবেশ আন্দোলনের কর্মীরা মনে করেন, এ ধরনের তৃণমূল উদ্যোগ হাওর অঞ্চলের টেকসই উন্নয়ন, কৃষি সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *