Shopping cart

কাবার অঙ্গনে ফিলিস্তিনের পতাকা তুলে গ্রেপ্তার হলেন হাজী, নিন্দার ঝড়

জুলাই ২৮, ২০২৫

কাবার অঙ্গনে ফিলিস্তিনের পতাকা তুলে গ্রেপ্তার হলেন হাজী, নিন্দার ঝড়।

কাবার অঙ্গনে ফিলিস্তিনের পতাকা তুলে গ্রেপ্তার হলেন হাজী, নিন্দার ঝড়।

মক্কার গ্র্যান্ড মসজিদ পবিত্র কাবা শরিফের পাশে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে গাজার ওপর অবরোধ ও দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানানোয় সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন মিশরীয় এক হাজি।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম সোসাল মিডিয়াই ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়েবইছ নিন্দার ঝড়।

গতকাল রোববার (২৭ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়,মিশরীয় ওই হাজি কেঁদে কেঁদে বলছেন, ‘ও ইসলামা!’ এই শব্দটি ঐতিহাসিকভাবে মুসলমানরা বিপদে পড়লে তাদের বেদনা প্রকাশ করার জন্য এ শব্দটি ব্যবহৃত হয়। তিনি চিৎকার করে বলছিলেন, ‘গাজার শিশুরা মরছে, হে মুসলমানরা!

ভিডিওতে আরও দেখা যায়, এর কিছুক্ষণ পরেই সৌদির নিরাপত্তা সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের পবিত্রতম স্থানগুলোতে সৌদি সরকারের রাজনৈতিক মতপ্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের দাবী , পবিত্র হজ ও ওমরাহ পালনের সময় সকল ধরনের রাজনৈতিক স্লোগান ও প্রতীক বা জাতীয় পতাকা নিষিদ্ধ রাখা হয়, যাতে ইবাদতের কোন বিঘ্ন না ঘটায় এবং পবিত্রতা বজায় থাকে।

তবে সমালোচকরা বলছেন ভিন্নকথা এই নীতির আড়ালে মূলত ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ দমনের হাতিয়ার হয়ে উঠেছে । এর আগেও ২০২৩ সালে একজন ব্রিটিশ হাজীকে আটক করা হয়, কারণহুসাবে জানা যায় তিনি ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ এবং সাদা কেফিয়ে (আরবীয় স্কার্ফ) পরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *