Shopping cart

পাথারিয়া  ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন হাবিবুর রহমান

জানুয়ারি ২, ২০২৫

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃশহীদুল ইসলামের স্থলে দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান-২ হাবিবুর রহমান।

গত মংগলবার (৩১ডিসেম্বর)  জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত একটি অফিস  আদেশের মাধ্যমে এটি নিশ্চিত করেন। অফিস আদেশের মাধ্যমে জানা যায়,জনসেবা ও প্রশাসনিক  কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-২ কে ইউনিয়ন পরিষদ  পরিচালনার নিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

স্থানীয় সকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩,১০১,ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা’র ১৯ আগস্ট ২০২৪ তারিখের ৬৮৪নং পরিপত্র মোতাবেক পাথারিয়া  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-২ হাবিবুর রহমানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

উল্লেখ্য চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম  কর্মস্থলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের গত ২৩ ডিসেম্বর ২০২৪ইং তারিখের বিশেষ সভায় প্যানেল-২ হাবিবুর রহমান কে দায়িত্ব প্রদান করা হয় এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের অনুরোধ করা হয়।

এর পর জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠালে তিনি তা অনুমোদন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠালে  বুধবার (১ জানুয়ারি) ২০২৫ইং উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা হাবিবুর রহমানকে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করেন।

সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সর্বাত্বক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *