Shopping cart

সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

ডিসেম্বর ১৬, ২০২৫

সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত।

সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত।

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভসূচনা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে মুক্তিযুদ্ধ স্মৃতি স্মম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার রশিদুল বারি, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারোয়ার আলম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

পরে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন, দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য), বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান, এছাড়াও বাদ জোহর এবং সুবিধামত সময় জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে উপজেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *