Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • এমবিবিএস ডাক্তারী ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ নরসিংপুরের ৩ শিক্ষার্থীকে নসকস’র শুভেচ্ছা 

এমবিবিএস ডাক্তারী ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ নরসিংপুরের ৩ শিক্ষার্থীকে নসকস’র শুভেচ্ছা 

ডিসেম্বর ২৭, ২০২৫

এমবিবিএস ডাক্তারী ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ নরসিংপুরের ৩ শিক্ষার্থীকে নসকস'র শুভেচ্ছা ।

এমবিবিএস ডাক্তারী ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ নরসিংপুরের ৩ শিক্ষার্থীকে নসকস'র শুভেচ্ছা ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি ডিগ্রি এমবি বিএস কোর্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নরসিংপুর ইউনিয়নের ৩ জন কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)। গতকাল নসকস সভাপতি এখলাসুর রহমান আবিদ এক সংবাদ বিঙ্গপ্তিতে এই শুভেচ্ছা জানান।

এর আগে গত১৫ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এতে নরসিংপুর ইউনিয়নের দোয়ারগাঁও গ্রামের ব্যবসায়ি নুরুল আমিন’র মেয়ে নুসরাত জাহান পুতুল,কৃষি কর্মকর্তা আজিজুর রহমান’র মেয়ে সামাহা মেহরিন অমি এবং খালপাড় গ্রামের মরহুম নুরুল ইসলাম (নুর)’র ছেলে সহিদুল ইসলাম সারুফ এমবিবিএস কোর্সে উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসকস’র সভাপতি এখলাসুর রহমান আবিদ বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

তিনি আরো বলেন, চিকিৎসা সেবার মতো একটি মহৎ পেশায় যুক্ত হতে আজ থেকে তুমাদের যাত্রা শুরু। আমাদের আহ্বান থাকবে মহৎ এই পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করে মানবিক চিকিৎসক হিসেবে তুমরা সমাজ ও দেশে আলো ছড়াবে। পিতা-মাতা ও এলাকার মুখ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *