নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন খোন্দকার পাড়া আ’লা হযরত সুন্নি ফাউন্ডেশন ও পাঠাগার এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মহেশখালী কলেজের সহকারী অধ্যাপক ওয়াকার উদ্দিন প্রধান অতিথি হিসাবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
শনিবার (২ ই আগস্ট) দুপুরে খোন্দকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে খোন্দকারপাড়া আ’লা হযরত সুন্নি ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি মুহাম্মদ আশরাফ উল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহেশখালী কলেজের সহকারী অধ্যাপক ওয়াকার উদ্দিন।
এতে আ’লা হযরত সুন্নি ফাউন্ডেশন ও পাঠাগারের সদস্য শায়ের আবদুল হালিম রেজভী”র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-মহেশখালী জোনের সদস্য সচিব কাজ্বী জয়নাল আবেদিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুর রহিম।
এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাবেক অর্থ সচিব জিয়াউদ্দিন বাবলু, সহ-সভাপতি আহমাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক সোহেল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ কফিল সোবহান, আহবায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আবছার নোমান, সিনিয়র সদস্য শাকের উল্লাহ ও মুহাম্মদ আবু তালেব’সহ শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা’র থেকে এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ইফফাত রহমান’সহ ১৯জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।