গোলাম মাওলা রনি লিখেছেন, ‘ ঊর্মিকে কেন ওএসডি করা হলো! যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়! দলবাজির জন্য পদোন্নতি হয়! দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকারি চাকুরি বিধির দোহাই দেওয়া হয় না!? একজন নবীন সরকারী মহিলা কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন্না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন! কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন! আমার বুঝে আসেনা।
শুধু মুখে মুখে লন্ডন-আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডারমনোভাব আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে এ জাতি কীভাবে অগ্রসর হবো।
এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, (রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে,) রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। এ কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারাদেশে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হন তিনি।