দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে এক বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান।
ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুরমান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আতাউর রহমান, সমাজসেবক হাফিজুল ইসলাম জুয়েল, নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া আলী,চাইরগাঁও সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক জুবেদা আক্তার,সমাজসেবক আব্দুর রউফ, সমাজ সেবক নুর আলী ইমরান,সমাজসেবক নিজাম উদ্দিন, সমাজসেবক আবিদ রনি, ফখরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া,সমাজসেবক আব্দুস সাত্তার।
এতে সপ্তাহব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলেদেন উপস্থিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ উপভোগ্য ছিলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিনীত মহান মুক্তিযোদ্ধের প্রামান্য চিত্র।
এসময় আরও উপস্থিত ছিলেন ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক সানোয়ার হোসেন,আমজাদ হোসেন,আব্দুল জব্বার,মুজিবুর রহমান,মোজাম্মেল হক, জাহিদুল ইসলাম, আরিফ আল আশরাফ, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, জয়নাব আক্তার, বিলাল আহমদ প্রমুখ।