Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে নবীনদের অনুভূতি।

নভেম্বর ২৮, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জ্ঞানচর্চা কেন্দ্র। সাফল্যের সাথে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এখানে ভর্তি হয় নবীন শিক্ষার্থীরা। জীবনের সব বাধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ মানেই তাদের কাছে অন্যরকম এক অনুভূতি। বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনো একটিতে নিজের আসন নিশ্চিত করা। আর সেই বিশ্ববিদ্যালয় যদি হয় মনোরম ও লাল মাটি বেষ্টিত তাহলে তো কথাই নেই। বলতেছিলাম দেশের একমাত্র লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা। কুমিল্লার কোটবাড়িতে শালবন বিহারের কোল ঘেঁষে ৫০ একর এই ক্যাম্পাসের অবস্থান। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে আসে। গত ২৭ অক্টোবর নবীনদের মাধ্যমে কুবিতে ১৮ তম আবর্তনের বরণের মাধ্যমে ক্লাস শুরু হয়। ক্যাম্পাস নিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছেন বুশরা আক্তার।

লোকপ্রশাসন বিভাগের ১৮ তম আবর্তনের হাবিবুল্লাহ হাবিব বলেন,”ক্যাম্পাসে নৈসর্গিক সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা লাল মাটির এ ক্যাম্পাস আমার হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছে। আজ আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র হিসাবে সত্যিই আনন্দিত ও গর্বিত। এই ক্যাম্পাসে যেমন রয়েছে মুক্তবুদ্ধি চর্চার অপার সম্ভাবনা ঠিক তেমনি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। যার মাধ্যমে একজন শিক্ষার্থী একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও অবদান রাখতে পারে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সকল আয়োজনে সবার অংশগ্রহণ আমাকে মোহিত করে”।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জেবিন উর্মি বলেন,”অপরুপ সৌন্দর্যের ক্যাম্পাস আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো লালমাটির ক্যাম্পাস। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দিকে তাকালে মনে শান্তি অনুভূত হয়। এই ক্যাম্পাসে একটি অন্যতম শান্তির জায়গা হলো কেন্দ্রীয় শহীদ মিনার যার অপরুপ সৌন্দর্য আমার সব দুঃখ, কষ্ট ভুলিয়ে দেয়।তাছাড়া আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক। যার জন্য আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে খুবই গর্বিত”।

মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী হাসনাত মাওলা চৌধুরী বলেন,”পাবলিক বিশ্ববিদ্যালের একটি আসন লাখো শিক্ষার্থীর স্বপ্ন। এই একটি আসন নিজের নামে করার অন্তরালে কতো আশা,কতো শত রাত জাগা গল্প, কতো হতাশা লুকায়িত তা একমাত্র ভর্তি যোদ্ধারাই উপলব্ধি করতে পারে। আমার এই স্বপ্ন পূরণ হয়েছে ঐতিহ্যে ভরা লাল মাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ,ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুই যেন আমাকে অনুপ্রাণিত করে”।

অ্যাকাউন্ডিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তাসনুভা ইসলাম বলেন,” অপরূপ, সুশ্যামল, প্রাণের ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আমাকে দিয়েছে এক নতুন উদ্দীপনা শক্তি। এই বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবানদের একজন মনে করছি। শুধু ক্যাম্পাসের অপরূপ প্রকৃতি আমাকে মুগ্ধ করেনি এখানে এসে সিনিয়র ভাই-বোন, এবং সহপাঠীদের সৌহার্দপূর্ণ আচরণ, শিক্ষকদের অতি যত্নশীল পাঠদান আমাকে মুগ্ধ করেছে। এই প্রাণের ক্যাম্পাসকে আমি আমার দ্বিতীয় পরিবার মনে করি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *