Shopping cart

  • Home
  • সারাদেশ
  • মানুষ’র গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হলে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

মানুষ’র গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হলে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

মার্চ ৯, ২০২৫

সুনামগঞ্জ সংবাদদাতা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের ফসল আমাদের বাক স্বাধীনতা।

আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। মানুষের গনতান্ত্রিক অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলেই দেশে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে ।

এসময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন প্রদানের দাবি জানান।

শনিবার (৮ মার্চ) সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাগবাড়িস্থ বিএনপির কার্যালয়ের সামনে ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিমউদ্দিন আহমদ মিলন এসব কথা বলেন।

ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর সভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় ইফতার পুর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারী,দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ,এখলাছুর রহমান,ছাতক পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান সামছু,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য,আব্দুল আউয়াল,জাহাঙ্গীর আলম,সামসুর রহমান বাবুল, তানিমুল ইসলাম তানিম, রাসেল মাহমুদ,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. সালেহ আহমদ,ছাতক পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আবুল হোসেন প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ,পৌর বিএনপির আহবায়ক ক মিটির সদস্য লায়েক শাহ, সোলেমান মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ,জাসাসের আহবায়ক আব্দুল আলিম,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন,পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল, শ্রমিকদল জাসাস ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *