দোয়ারাবাজার (সুনামগঞ্জ): নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সিলেট মহানগর শাখার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সিলেটের সাবেক সমন্বয়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মহিদ হাসান শান্ত।
শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল্লাহ মেহেদি ( দিপ্ত) এবং সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর শাখা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
এতে সিলেট মহানগর শাখার আহ্বায়ক নির্বাচিত করা হয় মহিত হাসান ( শান্ত)কে।
মহিত হাসান শান্ত নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,সিলেট’র শিক্ষার্থী ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার এলাকার বাসিন্দা।
এতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে মো.ছফির উদ্দিনকে।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জিএম আকতারুজ্জামান সিফাত, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম চৌধুরী, তৌফিক ওমর তানভীর, মোঃ মাহমুদ রেজা সৌরভ, রামিসা আক্তার সুমাইয়া, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মিফতাহুল হাসান মেহেদী, মাহদী আশফাক।
যুগ্ম সদস্য সচিব তাহমিনা আক্তার, এহসান আহমেদ, মোঃ আব্দুর রহমান খান সোহাগ, অনিক হাসান, আরিফ হাসান, রানা পারভেজ, মোঃ জোবেল আহমদ, ও মোঃ তারেক মিয়া, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ আবু তালহা, রেজাউল হক ইমন,জুবায়ের আহমদ, মোঃ মেহেদী হাসান হীরা, মোখলেছুর রহমান মুন্না, মোঃ মাসুম প্রধানিয়া, ইয়াহিয়া, মোঃ কামরুল হাসান শিহাব, রেশাদুল হক, রায়হান আহমেদ তালুকদার, ওয়ালিদ ইবনে আহসান, ফরহাদ খান জিসান ও তাহমিদ রহমান ফাহাদ।