শান্তিগঞ্জ(সুনামগঞ্জ): প্রতিনিধি শান্তিগঞ্জের দামোধরতপীস্থ আল-লতিফ ইসলামি যুব সংঘ -এর ২০২৫ সেশনের নবায়ন কমিটি সম্পন্ন।
মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যলয় দামোধরতপী পয়েন্টে কাউন্সিল অধিবেশন সর্বসম্মতিক্রমে মো. সালমান হোসেন কে সভাপতি ও পুনরায় শহিদুল ইসলাম রেদুয়ান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মুকিদ, সহ-সভাপতি নাসির মিয়া,রেজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন চাঁদ, সাংগঠনিক মুহাম্মদ বদরুজ্জামান, অর্থ সম্পাদক শফরুল ইসলাম জাকুয়ান, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন প্রচার সম্পাদক সাজিদ মিয়া , ধর্ম বিষয়ক সম্পাদক রাহাদ আহমদ রাজিব উদ্দিন, সামাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, কার্যকরী সদস্য, আলী আহমদ,জুবেদ আহমদ ও সাবজল মিয়া।
এছাড়া নির্বাহী সদস্য সুমন আহমদ, মোজ্জাম্মিল হোসেন, রাহাদ আহমদ রাহী, হুশিয়ার আলী, গয়াছ আহমদ এবং প্রবাসী সদস্য, আবু তাহের রাজু (ওমান), মিলন আহমদ রেজা (দুবাই), হৃদয় আহমদ (দুবাই), হেলাল আহমদ (সৌদি আরব) নাসির উদ্দিন (ওমান) মঞ্জিল হোসেন (দুবাই),দুলন আহমদ (ওমান) রফু আহমদ (সৌদি আরব), হাফিজুল ইসলাম (মালেশিয়া), লোকমান হোসেন (পর্তুগাল) পারভেজ আহমদ (পর্তুগাল), কাউছার আহমদ (ইতালি), ফয়েজ আহমদ দুলাল (ইংল্যান্ড ) শামছুউদ্দিন (দুবাই)।
তাছাড়া উপদেষ্টা মনোনীত হয়েছেন সাবেক সভাপতি কামাল হোসেন, সাবেক সভাপতি সুপন আহমদ, সাবেক সহ-সভাপতি নুরুল আমিন।
উল্লেখ্য, ইসলামিক মেধা লালন চর্চা ও সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের অবলাঞ্চিত হত-দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে শান্তিগঞ্জের দামোধরতপী ও মামদপুর গ্রামের একঝাঁক তরুণের প্রচেষ্টায় ১২ই ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ গঠিত হয় আল লতিফ ইসলামি যুব সংঘ।