Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • জেলা-উপজেলা
  • শিশুদের মায়ের দুধ খাওয়াতে উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্যে জগন্নাথপুরে এফআইভিডিবির কর্মশালা

শিশুদের মায়ের দুধ খাওয়াতে উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্যে জগন্নাথপুরে এফআইভিডিবির কর্মশালা

ডিসেম্বর ১৬, ২০২৪

শিশুদের শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর জন্য উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্যে জগন্নাথপুরে উপজেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশার সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা- মো: তুহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ।

বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক ডা: যতন ভেীমিক, প্রকল্প সমন্বয়কারী নীহার সিনহা, নিউট্রিশন অফিসার আসাদ উল্লা আনসারী, বিধান জনকস্তা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুনেদ আহমেদ, পাপিয়া বেগম প্রমুখ।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেডিকেল অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, এফপিআই,এফডব্লিউভি,এফডব্লিউএ’র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো গেলে শিশুর বুদ্বি,ও বৃদ্বির বিকাশে সহায়তা করবে। তাই কমিউনিটি পর্যায়ে এর গুরুত্ব নিয়ে বেশী করে প্রচার করতে হবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা ও প্রচারনায় অংশ নিতে আহবান করা হয়।

সংশ্লিষ্টরা বলেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে এলাকার অপুষ্ট শিশু চিহ্নিত করে হাসপাতালে রেফার করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *