Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত

আগস্ট ২৭, ২০২৫

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত।

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত।

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে দেখার হাওরের প্লাবনভূমি ও ৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির ৫শ’ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্স কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৎস্য বিভাগ জানায়, এ পোনামাছ অবমুক্তকরণে হাওর ও পুকুরসমূহে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় চাহিদা পূরণসহ অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *